ডেঙ্গু: সাভারের এনাম মেডিকেলে নারীর মৃত্যু

ডেঙ্গু নিয়ে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2019, 10:34 AM
Updated : 1 Sept 2019, 10:34 AM

হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান জানান, শনিবার বিকাল থেকে খাদিজা আক্তার (৪২) নামে ওই নারী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

খাদিজার বাড়ি বরিশালের ভাণ্ডারিয়া এলাকায়।তিনি স্বামী হাবিবুর রহমানের সঙ্গে সাভার পৌর এলাকার ছায়াবীথি এলাকার থাকতেন।

আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর বলেন, গত ২৬ অগাস্ট তার স্ত্রী জ্বরে আক্রান্ত হলে সাভারের সুপার ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।এ সময় তার স্ত্রীর ডেঙ্গু ধরা পড়ে।কিন্তু তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় বাসায় এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল।

“শনিবার বিকালে খাদেজার শারিরীক অবস্থার অবনতি হলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় বলে জানান তিনি।

এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৯৬টি মৃত্যুর ঘটনার মধ্যে ৫৭ জনের মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর তাদের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে।

তবে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৯১ জনের মৃত্যুর তথ্য এসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে।

এখন সারা দেশে বিভিন্ন হাসপাতালে ৪২৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।