নীলফামারীতে শাপলা তুলতে বিলে নেমে ২ শিশুর মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে বিলে শাপলা তুলতে গিয়ে তৃতীয় শ্রেণীর দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2019, 09:19 AM
Updated : 1 Sept 2019, 09:19 AM

রোববার বেলা ১১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের আতদড়িয়া বিলে এ ঘটনা ঘটে বলে কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান জানান।

মৃতরা হলো বড়ভিটা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রানী রায় (১০) ও একই পাড়ার কানু চন্দ্র রায়ের মেয়ে মনিষা রানী রায় (৯)।তারা বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইউপি চেয়ারম্যান বলেন, “শ্যামলী ও মনিষা আতদড়িয়া বিলে শাপলা তুলতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।”

কিশোরীগঞ্জ থানার ওসি মো. হারুন অর রশীদ বলেন, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তানন্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।