দক্ষিণ আফ্রিকায় নিহত ২ বাংলাদেশির লাশ দেশে এনে দাফন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই বাংলাদেশি ব্যবসায়ীর লাশ দেশে এনে তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে দাফন করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2019, 08:31 AM
Updated : 1 Sept 2019, 08:31 AM

নিহতরা হলেন নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে আলম ম্যোলা (৩৪) ও ভেদরগঞ্জ উপজেলার কাইছকুড়ি গ্রামের শহর আলী মাঝির ছেলে উজ্জ্বল মাঝি (৩২)।

রোববার বেলা ১১টায় নিজ বাড়িতে জানাযা শেষে তাদের দাফন করা হয় বলে উজ্জ্বলের বড় ভাই মারুফ জানান।

তিনি বলেন, তার ভাই প্রায় ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন শহরে একটি মুদি দোকানের ব্যবসা করতেন। দেড় বছর আগে আলম দক্ষিণ আফ্রিকায় গিয়ে উজ্জ্বলের দোকানে কাজ নেয়।

“সেখানে স্থানীয় সন্ত্রাসীরা তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল।চাঁদা না দেওয়ায় ২৫ অগাস্ট রাতে দোকানে ঢুকে আলম ও উজ্জ্বলকে হত্যা করা হয়।”

আইনী প্রক্রিয়া শেষে শনিবার বিকাল ৫টায় একটি বিমানে করে তাদের লাশ দক্ষিণ  আফ্রিকা থেকে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে আসে।পরে রাতেই লাশ বাড়ি নিয়ে আসা হয় বলে জানান মারুফ।

উজ্জ্বলের চাচা বাবুল মাঝির বলেন, “চাঁদার জন্য আমার ভাতিজাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।”