সিসি ক্যামেরার আওতায় চাঁদপুর শহর

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও জননিরাপত্তা জোরদারে চাঁদপুর শহর ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার  আওতায় আনা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2019, 05:36 PM
Updated : 31 August 2019, 05:36 PM

ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ ২৬টি স্থানে ৬০টি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামের পুলিশ বিভাগ থেকেই মনিটরিং করা হবে।

শনিবার চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির নিজ কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান।

তিনি বলেন, “চাঁদপুর পৌর এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করেছি। অবশেষে আমরা সফল হয়েছি। এর ফলে অপরাধীদের অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।”

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার জিহাদুল কবির

কোনো অপরাধীই পালানোর পথ পাবে না উল্লেখ করে তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ ব্যবহার করে সকল কিছু পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যাবে।  

শহরের আইনশৃঙ্খলা ও যানজট নিরসনে এখন আরও জোরালোভাবে ভূমিকা রাখা যাবে বলেও তিনি মনে করেন।

জিহাদুল কবির বলেন, “জেলা জজের বাসায় চুরির ঘটনায় চোর ও মালামাল সিসি ক্যামেরার মাধ্যমেই শনাক্ত করেছি। আমরা চাচ্ছি পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে।”

পুরান বাজার ও বাবুরহাট এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ করছেন বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর টেলিভশন ফোরামের সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাংবাদিক আল ইমরান শোভন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের প্রমুখ।