নীলফামারীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

নীলফামারীতে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2019, 04:10 PM
Updated : 31 August 2019, 04:10 PM

এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটলেও শুক্রবার রাতে জলঢাকা থানায় মামলাটি দায়ের করেন শিশুটির মা।

জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশ্চন্দ্র পাঠ গ্রামের ছুলিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৪ অগাস্ট দুপুরে ওই বুদ্ধী প্রতিবন্ধী শিশু (১২) তাদের বাদির উঠানে খেলছিল। তার মা বাড়ি ছিলেন না।

“এ সময় প্রতিবেশী সাহামুদ্দিনের ছেলে মোস্তাকিন (১৮) শিশুটির হাতে ২০ টাকার একটি নোট দিয়ে বাড়ির পাশে কচুক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।”

শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ধর্ষণের বিষয়টি বর্ণনা করে বলে মামলায় উল্লেখ করা হয়।

ওই শিশুর মা বলেন, ঘটনার দিন পাঁচ সন্তানকে বাড়িতে রেখে তিনি বাবার বাড়ি পার্শ্ববর্তী ঘুঘুমারী গ্রামে যান। বাড়ি ফিরে দেখেন তার মেয়ে বিছানায় শুয়ে কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলে ইশারায় বলে মোস্তাকিন তাকে ধর্ষণ করেছে। 

“এ ঘটনায় শুক্রবার রাতে জলঢাকা থানায় আমি একটি মামলা দায়ের করেছি। আমার মেয়র ধর্ষণের বিচার চাই।”

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে ওই বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে মোস্তাকিন নামের এক যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।

পাশাপাশি ধর্ষণের আলামত পরীক্ষার জন্য মেয়েটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।