গাইবান্ধায় গ্যাস সিলিন্ডারের আগুনে একজনের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে; এ আগুনে তার স্ত্রী দগ্ধ হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2019, 12:28 PM
Updated : 31 August 2019, 12:29 PM

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম জানান, খোলাহাটি ইউনিয়নের রথের বাজার গ্রামে শুক্রবার রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ হন ওই গ্রামের খোকন মিয়া (৫০) ও তার স্ত্রী জুঁই বেগম (৪৩)।

দগ্ধ দম্পতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে খোকন মারা যান।

খোকন ওই গ্রামের মতিয়ার রহমান বাদশার ছেলে।

দগ্ধ জুঁইকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আমিরুল ইসলাম।

তিনি বলেন, “রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ দিয়ে গ্যাস বের হওয়ার পর আগুন লেগে বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে তারা দুইজনই দগ্ধ হন।

“খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দগ্ধ দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে খোকন মিয়া মারা যান। আর তার স্ত্রীকে পাঠানো হয় ঢাকায়।”