নরসিংদীতে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

নরসিংদীতে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যার বিরুদ্ধে মাদক ও অস্ত্র কেনাবেচার অভিযোগ রয়েছে বলে পুলিশের ভাষ্য।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2019, 05:15 AM
Updated : 31 August 2019, 09:51 AM

জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবদুল গাফফার জানান, শনিবার ভোরের দিকে মাধবদী উপজেলা শহরের টাঁটাপাড়া মহল্লায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত আওলাদ হোসেন মিঠুন (৩৫) ওই মহল্লার জাকির হোসেনের ছেলে।

এসআই গাফফার বলেন, মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকের ডজনখানেক মামলা রয়েছে। মিঠুন ও তার সহযোগী সোহেলকে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আটক করা হয়।

“পুলিশ তাকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারে গেলে তার অন্য সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় মিঠুনের সহযোগীদের গুলিতে মিঠুন আহত হন। নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয় জানিয়ে এসআই গাফফার বলেন, ঘটনাস্থল থেকে হৃদয় (২২), মাইনুল (২৪) ও মেহেদি হাসান (২৫) নামে তিনজনকে দুটি পিস্তল, একটি পাইপগান ও আটটি গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।