ঠাকুরগাঁও সীমান্তের ওপারে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তের ওপারে ৪ বাংলাদেশিকে আটক করে বিএসএফের কাছে সোপর্দ করেছে ভারতীয়রা।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 07:12 PM
Updated : 29 August 2019, 07:12 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার ভারতের ৫ কিলোমিটার অভ্যন্তরে তাদেরকে আটক করা হয় বলে বিজিবির কাছে খবর এসেছে।

তারা হলেন- হরিপুর উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে রুবেল (২৫), একই এলাকার জয়নুল হকের ছেলে মাহাবুব (১৬), দক্ষিণ আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে জামাল (২২) ও মিনমিন চাদর গ্রামের সামসুল হকের ছেলে মাসুদ (১৮)।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ৬ মাস আগে দিনমজুরির কাজের জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশে ফেরার সময় ধরা পড়েন।

খবর পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

বিএসএফের ক্যাম্প কমান্ডার ৪ বাংলাদেশি আটকের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বলেছেন, আটক বাংলাদেশিদের ভারতীয় পুলিশে হস্তান্তর করে দিয়েছেন তারা।