বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধে ভাঙন

যমুনা নদীর পানি কমতে শুরু করায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের দক্ষিণে গাইড বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 06:19 PM
Updated : 30 August 2019, 04:00 AM

মূল সেতু থেকে প্রায় চারশ মিটার দক্ষিণ পাশে এই ভাঙন শুরু হয় বৃহস্পতিবার বিকাল থেকে।

ভাঙন ঠেকাতে সেতু কর্তৃপক্ষ এখনও কোনো পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসী জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান মতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার বিকেল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সেতু থেকে চারশ মিটার দক্ষিণ-পূর্ব পাশে তীব্র ভাঙন শুরু হয়। এতে হুমকির মুখে রয়েছে বঙ্গবন্ধু সেতুসহ আশপাশের গড়িলা বাড়ি, বেলটিয়াসহ কয়েকটি গ্রাম।”

এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের কাউকে পাওয়া যায়নি।

সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীর মোবাইলে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।