রংপুর মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 06:02 AM
Updated : 29 August 2019, 06:02 AM

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জানান, বৃহসপতিবার সকালে মনীষা নামে এই শিশুটির মৃত্যু হয়।

১২ বছর বয়সী মনীষা দিনাজপুরের বোচাগঞ্জ এলাকার মকবুল হোসেনের মেয়ে। গত ২৬ অগাস্ট তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

চিকিৎসক আসাদুজ্জামান বলেন, “ডেঙ্গু রোগে আক্রান্ত মনীষাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ অবস্থায় সকালে তার মৃত্যু হয়।”

রংপুরে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত চারজনের মৃত্যু হল জানিয়ে তিনি বলেন, তাদের হাসপাতালে এ পর্যন্ত ৫৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫৫৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন। এখনও ২৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত ১৮৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বুধবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ৮৮ জনের ‘ডেথ রিভিউয়ের’ পর ৫২ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।