ফেনীতে ৩ নাইজেরিয়ান আটক

ফেনীর পরশুরাম উপজেলায় তিন নাইজেরিয়ানসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 04:13 AM
Updated : 29 August 2019, 04:13 AM

বিজিবি ৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, বুধবার রাতে উপজেলার কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশচেষ্টার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাইজেরিয়ান নাগরিক ইগবোজানু (৩৬), ইগবো (৪৭), ইজিডিগুও (৩৬), বাংলাদেশি মো. ইমাম হোসেন (৩৭) ও তাদের বহনকারী প্রাইভেট কারের চালক মো. সবুর মিয়া (৩৭)।

বিজিবি কর্মকর্তা নাহিদুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা ঢাকা থেকে রওনা হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন।

“এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩০০ ডলার, ১৭ হাজার ২০০ টাকা ও দুটি ল্যাপটপসহ অন্য মালপত্র জব্দ করা হয়েছে।”

তবে কেন তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সে বিষয়ে বিজিবি কিছু বলেনি। মামলা দায়ের করে তাদের পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা নাহিদুজ্জামান।