ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2019, 11:28 AM
Updated : 28 August 2019, 11:28 AM

বুধবার সকালে উপজেলার গাংগাইল ইউনিয়নের শালধরা ও পংকরহাটি গ্রামে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে নান্দাইল থানার ওসি মনসুর আহম্মেদ জানিয়েছেন।

তারা হলেন গাংগাইল ইউনিয়নের শাইলধরা গ্রামের চানফর আলীর ছেলে আবুবকর সিদ্দিক (৬০) ও একই ইউনিয়নের পংকরহাটি গ্রামের মনির হোসেনের ছেলে ফজলুর রহমান (৬৩)।

ওসি মনসুর বলেন, আবুবকর জমিতে কাজ করার সময় পাশের একটি মুরগির খামারের বিদ্যুৎ-তারের বেড়ার স্পর্শে ঘটনাস্থলেই মারা যান।

“খামারটির মালিক নূরুল ইসলাম। তিনি বন্যপ্রাণী ও চোরের উপদ্রব থেকে খামার রক্ষার জন্য খামারের চারপাশ খোলা তার দিয়ে বিদ্যুতায়িত করে রাখেন বলে পুলিশ জানতে পেরেছে।”

ফজলুর রহমানের মৃত্যু সম্পর্কে তিনি বলেন, “ফজলুর রহমান বাড়ির পাশে সেচমেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।”

দুটি মৃত্যুর ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি মনসুর আহম্মেদ।