বেনাপোল বন্দরে কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ড   

বেনাপোল স্থলবন্দরে কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে।এতে আমদানি করা কেমিক্যাল পুড়ে গেছে।  

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2019, 09:11 AM
Updated : 27 August 2019, 09:11 AM

মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থলবন্দরের ৩৫ নম্বর শেডে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বেনাপোল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস বলেন, “আগুনে ওই শেডে রাখা আমদানিকৃত কেমিক্যাল পণ্য পুড়ে গেছে।”

বেনাপোল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি কলিম উল্যা কলি বলেন, হঠাৎ কেমিক্যাল স্টোরে (গোডাউন) আগুনের এর সূত্রপাত হয়।

প্রথমে নিজেরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।পরে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। 

বন্দরের ৩৫ নম্বর শেডের ইনচার্জ মনির হোসেন বলেন, “এখানে লিকুইড কেমিক্যাল ছিল।কিভাবে এই কেমিক্যাল পণ্যে আগুনের সূত্রপাত ঘটেছে তা তদন্ত না করে বলা যাবে না। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে-তাও এই মুহুর্তে বলা সম্ভব না।”

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ সুমন হোসেন বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।