ধর্ষণের পর হত্যা: সিরাজগঞ্জে একজনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে পাঁচ বছর আগে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2019, 07:56 AM
Updated : 27 August 2019, 07:56 AM

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত নুর ইসলাম সদর উপজেলার শিয়ালকোল ইউপির শিবনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মামলার আরেকটি ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার পারভেজ লিমন মামলার বরাতে বলেন, ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় নুর ইসলাম তার প্রতিবেশী নজরুল ইসলামের আট বছরের মেয়ে রিতু খাতুনকে টেলিভিশন দেখার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায়।

পরে মেয়েটিকে বাড়ির পাশে একটি পটল ক্ষেতে নিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে। পরদিন সকালে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রিতুর মা কহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।