টেকনাফে ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2019, 06:21 AM
Updated : 27 August 2019, 06:21 AM

মঙ্গলবার ভোরে টেকনাফ পৌর এলাকার নাফ নদী সংলগ্ন ওমর খালে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা জানান।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি জানান তিনি।

সোহেল বলেন,  মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার গোপন খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়।এ সময় প্যারাবনের ঝোপের ভিতর একটি নৌকা আসতে দেখে কোস্টগার্ড সদস্যরা এগিয়ে যায়।

" এক পর্যায়ে পাচারকারিরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড ধাওয়া দিলে পাচারকারিরা নৌকা পেলে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি করে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।"

এছাড়া উদ্ধার করা ইয়াবাসহ নৌকাটি জব্দ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান।