অনুপ্রবেশের অভিযোগে ৪ মিয়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের চার নাগরিককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 04:34 PM
Updated : 26 August 2019, 04:34 PM

সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

আটকরা হলেন লি উইন কো ম্যায়েং (৩০), ইয়ানাং তুন (৩১), প্যায়াং গি (২৫) ও ক্য ক্য (২৮)।

মেজর শরীফুল বলেন, রোববার রাতে টেকনাফ সদরের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে কয়েকজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির সদস্যরা থামতে বলেন। কিন্তু তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।

“এ সময় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন।”

আটকদের জিজ্ঞাসাবাদের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ উপ-অধিনায়ক।

মেজর শরীফুল জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের চার নাগরিককে আটকের বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হয়েছে।

তবে কী কারণে তারা বাংলাদেশে প্রবেশ করেছে সে বিষয়ে বিজিবি কিছু বলতে পারেনি।