মাগুরায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মাগুরা সদর ও শ্রীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 04:16 PM
Updated : 26 August 2019, 04:16 PM

সোমবার দুপুরে ও বিকালে এ তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

মৃত তিন শিশু হলো সদরের কুকিলা গ্রামের আতর আলীর ছেলে ওয়াজকুরুনি (৫), গাংনালিয়া গ্রামের এনামুল মোল্লার ছেলে আকায়ন মোল্লা মনি (২) এবং শ্রীপুর উপজেলার মঙ্গলডাঙ্গা গ্রামের সোহাগ মোল্লার দেড় বছর বয়সী মেয়ে তসলিমা।

স্থানীয়রা জানান, দুপুরে শিশু ওয়াজকুরুনি অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

অপর ঘটনা ঘটে বিকাল ৪টার দিকে সদরের গাংনালিয়া গ্রামে।

বিকাল ৪টার দিকে আকায়ন মোল্লা বাড়ি পাশে ডোবার পানিতে ডুবে যায়। তার মা-বাবা ডোবার পাড়ে বসে পাট বছাইয়ের কাজ করছিলেন। পরে ডোবার পানিতে তার মরদেহ পাওয়া য়ায়।

শ্রীপুর উপজেলার মঙ্গলডাঙ্গা গ্রামে মৃত্যু হয় সোহাগ মোল্লার দেড় বছর বয়সী মেয়ে তসলিমার।

বাড়ির টিউবওয়েলের গর্তের পানিতে ডুবে মার যায় তসলিমা।  এলাকাবাসী জানায়, তসলিমাকে বাড়ি রেখে তার মা-বা গরু ছাগলের জন্য মাঠে খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন। পরে বাড়ির টিউবওয়েলের গর্তের পানিতে তার মরদেহ পাওয়া যায়।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম পানিতে ডুবে তিনটি শিশুর মৃত্যুর ঘটনা স্বীকার করেছেন। এ বিয়য়ে সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।