গাইবান্ধায় বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 10:20 AM
Updated : 26 August 2019, 10:20 AM

সোমবার সকালে উপজেলার ফাঁসিতলা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

নিহত হরিপদ চন্দ্র দাস (৩৮) বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের কানছগাড়ি গ্রামের গুরুচরণ চন্দ্র দাসের ছেলে।

আহতরা হলেন- অটোরিকশার চালক ভোলা মিয়া (৩৬) ও হরিপদ চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (১২)। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, হরিপদ ও তার ছেলে মাছ কেনার জন্য চাঁপড়িগঞ্জ থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে গোবিন্দগঞ্জে যাচ্ছিল।

“পথে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলইে হরিপদ মারা যান।”

দুর্ঘটনার পরপরই চালক বাসসহ পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।