পিরোজপুরে হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

পিরোজপুরে একজনকে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 09:32 AM
Updated : 26 August 2019, 09:52 AM

পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান সোমবার ১০ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও এক বছর কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আলম মোল্লা (৩৪), বাদুর গ্রামের শাহাদাৎ হোসেন (৩৪), পাঠাকাট গ্রামের ইদ্রিস হাওলাদার (৩৯) ও ইলিয়াস (৩৪), বকসির ঘটিচোরা গ্রামের দোলোয়ার (২৯), ধানীসাফা গ্রামের আব্দুর রহিম (৩৪) ও সাফা গ্রামের মো. বাচ্চু তালুকদার (৩৪)।

তাদের মধ্যে ইদ্রিস হাওলাদার ও বাচ্চু তালুকদার পলাতক রয়েছেন। অন্যরা রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।

২০০৯ সালের ২৬ জুলাই জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামের সৈজউদ্দিন হাওলাদারের ছেলে শাহ আলম (৪৮) হত্যা মামলায় আদালত এ রায় দেয়।

বাদী পক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন বলেন, গ্রামের একটি বাড়িতে ডাকাত আসার খবর শুনে শাহ আলম ছুটে যান। এ সময় ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায়  নিহত আলমের ভাই আকরামুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ডাকাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আইনজীবী আলাউদ্দিন বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সাতজনের যাবজ্জীন দেয়। এছাড়া মোস্তফা নামে এক আসামির মৃত্যু হওয়ায় তার বিচার হয়নি।