নোয়াখালীতে ধর্ষণের বিচার চাওয়ায় এসিড মারার অভিযোগ

নোয়াখালীতে এক ব্যক্তিকে এসিডে ঝলসে দেওয়া হয়েছে। ধর্ষণের বিচার চেয়ে মানববন্ধন করায় তাকে এসিড মারা হয় বলে পরিবারের অভিযোগ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 09:21 AM
Updated : 26 August 2019, 10:33 AM

আহত নাছির উদ্দিন জেলার সুবর্ণচর উপজেলার চরবাগ্যা গ্রামের নেজাম উদ্দিনের ছেলে। তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. খলিল উল্লাহ বলেন, “এসিডে নাছিরের শরীরের প্রায় নয় শতাংশ ঝলসে গেছে। তবে তিনি শংকামুক্ত।”

আহত নাছিরের মা অভিযোগ করেন, “ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে রোববার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এরপর বাড়ি গেলে ধর্ষণ মামলার আসামি স্থানীয় জয়নাল আবেদীন আমাদের হুমকি দেন।

“রাতে নাছির ঘর থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার সময় কয়েকজন তাকে এসিড মেরে পালিয়ে যায়। তাদের চার-পাঁচজনকে নাছির ছিনতে পেরেছে।”

জয়নালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ২ মে এক নারী গোসল করার সময় গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

এ অভিযোগে জয়নালের বিরুদ্ধে আদালতে মামলা করেন নাছির।