ঘাটাইল উপজেলা চত্বরে ময়লা, এলাকাবাসীর ক্ষোভ

সারাদেশে ডেঙ্গুর আতঙ্কের মধ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা চত্বরে যত্রতত্র ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 06:48 AM
Updated : 26 August 2019, 06:48 AM

সোমবার উপজেলা চত্বরে গিয়ে দেখা গেছে, ডাবের খোসা, প্লাস্টিকসহ বিভিন্ন ময়লা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ঘাটাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন বলেন, ডেঙ্গুর আতঙ্কের মধ্যে সারাদেশে পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। ঘাটাইলে তার ছোঁয়া লাগেনি।

উপজেলা কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দোকানিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করে আছে। এ জায়গা দিয়ে চলার সময় বিশেষ সর্তক থাকতে হয় যেন মশা না কামড়ায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম জুনের শেষের দিকে এ উপজেলায় যোগ দেওয়ার পর ডেঙ্গুতে আক্রান্ত হন বলে তিনি নিজে জানিয়েছেন। তিনিও এই ময়লা-আবর্জনা পরিষ্কারের কোনো পদক্ষেপ নেননি।

এ বিষয়ে ইউএনও বলেন, “ময়লা পরিষ্কার করার দায়িত্ব পৌসভার। মেয়র সাহেবকে ময়লা পরিষ্কার করার বিষয়টি জানিয়েছি।”

মেয়র শহীদুজ্জামান খান বলেন, “পৌরসভার ময়লা ফেলার জায়গা নেই। তাই দুই-তিন দিন পরপর রাধের আঁধারে ময়লা ফেলা হয়।”