কলেজছাত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে এক কলেজ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তার কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2019, 05:33 AM
Updated : 26 August 2019, 05:54 AM

র‌্যাব-১ পোড়াবাড়ির ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে রোববার রাতে মোয়াজ্জেম বেপারীকে (২৪) তারা গ্রেপ্তার করেন।

মোয়াজ্জেম টঙ্গীর পশ্চিম থানার আউচপাড়ার শুকুর মাহমুদ রোডের মো. হানিফ মিয়ার ছেলে।

র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই কলেজ ছাত্রীর সঙ্গে মোয়াজ্জেমের প্রেমের সম্পর্ক ছিল।এক পর্যায়ে তাদের সম্পর্কের অবনতি হলে মোয়াজ্জেম মেয়েটিকে বিয়ের জন্য চাপ দেয়।

“এতে রাজি না হওয়ায় মোয়াজ্জেম তার মোবাইলে ধারণ করা মেয়েটির বিভিন্ন আপত্তিকর ছবি ইন্টারনেট ও ফেইসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।”

এ ঘটনায় মেয়েটির মামা রোববার মোয়াজ্জেমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করলে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।