সাংবাদিক শিমুল হত্যা: অভিযোগ গঠন ১ সেপ্টেম্বর

আসামি পক্ষের আবেদনে সিরাজঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ আবারও পিছিয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 12:01 PM
Updated : 25 August 2019, 12:01 PM

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ সরকার সোমবার শুনানি শেষে এই আদেশ দেন।

আগামী ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের নতুন দিন ঠিক করা হয়েছে।

এছাড়া এ দিন মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর জামিন আবেদনও নামঞ্জুর করেছেন বিচারক।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, সাংবাদিক শিমুল হত্যা মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসার পর প্রথম অভিযোগ গঠনের দিন ছিল গত ৮ অগাস্ট।

এরপর ১৮ অগাস্ট ও পরে তৃতীয় দফায় ২৫ অগাস্ট দিন ধার্য করা হলেও আসামি পক্ষের আবেদনে তা পেছানো হয়।

তিনি বলেন, “আসামিপক্ষ কৌশলে মামলাটির চার্জগঠন পেছানোর জন্য বারবার এসব ঘটনা কৃত্রিমভাবে সংগঠিত করে কোনো না কোনো আসামিকে আদালতে অনুপস্থিত দেখাচ্ছে।”

এদিকে মামলার অভিযোগ গঠনের পূব নিধারিত তারিখে আসামি পক্ষের আইনজীবী একরামুল হক মিরুর জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান।