ঝিনাইদহে ২ ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

ঝিনাইদহে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে; যাদের মাদক বিক্রেতা বলছে পুলিশ।  

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 08:17 AM
Updated : 25 August 2019, 08:17 AM

রোববার দুপুরে শহরের মথুরাপুর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান।

এরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মামুন রহমান ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে জেবুল হোসেন।

তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত থেকে মাদকের চালান নিয়ে একদল মাদক বিক্রেতার ঝিনাইদহে আসার গোপন খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

এ সময় একটি মোটর সাইকেলকে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে।পরে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে।

“এ সময় তারা একটি ছুরি দিয়ে পুলিশকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করে। এতে দুইজনের পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”

এছাড়া তাদের কাছ থেকে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের কথা জানান ওসি।