গৃহকর্মীর শেরপুরের বাড়িতে মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা স্ত্রী-সন্তান নিয়ে গৃহকর্মীর বাড়ি শেরপুর ঘুরে এসেছেন।

শেরপুর প্রতিনিধিআব্দুর রহিম বাদল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2019, 02:26 PM
Updated : 24 August 2019, 02:39 PM

শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের যোগানিয়া কাচারি মসজিদ এলাকায় তিনি আক্কাছ আলীর বাড়ি পৌঁছেন।

আক্কাছ আলী মাশরাফির গৃহকর্মী টুনির বাবা। এক সময় আক্কাছ আলী মাশরাফিদের ঢাকার মিরপুরের বাসার নিরাপত্তকর্মী ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে এখন বাড়ি চলে এসেছেন।

স্থানীয়রা জানান, দুটি মাইক্রোবাস নিয়ে মাশরাফি পরিবার টুনিকেসহ তাদের গ্রামের বাড়ি পৌঁছার পর খবরটি অল্প সময়ের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে।

ফলে মাশরাফির আগমনে এলাকায় অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়। ক্রিকেট ভক্ত ও উৎসুক মানুষ তাকে একনজর দেখার জন্য টুনিদের বাড়িতে ভিড় করেন। দুপুরের খাওয়াদাওয়া ও আশপাশ একটু ঘুর দেখে বিকালে আবার ঢাকার উদ্দেশে রওয়ানা দেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি।

যোগানিয়ার এই অজপাড়াগাঁয়ে মাশরাফিকে দেখতে ছুটে যাওয়া অন্যান্যের মধ্যে ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবুও। তিনি মাশরফির সঙ্গে কুশল বিনিময় করে তাকে এলাকায় স্বাগত জানান।

মুকছেদুর রহমান বলেন, “গৃহকর্মী এবং সাবেক নিরাপত্তাকর্মীর পরিবারে বেড়াতে এমন অজপাড়াগাঁয়ে স্ত্রী-সন্তানসহ এসে তিনি সবাইকে অবাক করেছেন। এমন দরদী একজন মানুষ খুব কমই আছে আমাদের সমাজে।”

মুকছেদুর রহমান আরও বলেন, বাড়ির নিরাপত্তাকর্মীর কাজ থেকে টুনির বাবা আক্কাছ আলী বিদায় নিলেও তার পরিবারের প্রতি মাশরাফির রয়েছে হৃদয়ের টান ও মমতা। তিনি আক্কাছ আলীকে চিকিৎসা সহায়তা দিয়েছেন, তাদের মাথা গোঁজার জন্য গ্রামের বাড়িতে একটি সেমিপাকা ঘর বানিয়ে দিয়েছেন। সর্বোপরি তিনি টুনির ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন।

এলাকাবাসী জানায়, এবারের কোরবানির ঈদ মাশরাফির বাড়িতে কাটলেও পরে গ্রামের বাড়ি বেড়াতে আসার ইচ্ছে ছিল টুনির। সেই ইচ্ছা পূরণে কেবল টুনিকে না পাঠিয়ে নিজে পরিবারসহ চলে এসেছেন টুনির গ্রামের বাড়ি।

শুক্রবার সকালে ঢাকার মিরপুরের বাসা থেকে রওয়ানা দেন তারা শেরপুরের উদ্দেশে। জুমার নামাজ আদায় করেছেন পথে।

স্থানীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আমিন সিফাত জানান, রাজধানীর মিরপুর এলাকায় একটি হাউজিং অ্যাপার্টমেন্টে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করার সময় মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পরিচয় হয় আক্কাছ আলীর। ওই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে থাকেন মাশরাফি ও তার পরিবার।

ওই পরিচয় সূত্রে প্রায় আট বছর আগে হতদরিদ্র আক্কাছ আলীর মেয়ে টুনিকে তার বাসায় গৃহকর্মীর কাজে নেন। বয়স আর শারীরিক অসুস্থতার কারণে আক্কাছ আলী সেখান থেকে বিদায় নিলেও মাশরাফির বাসাতেই রয়ে গেছেন টুনি। এই আট বছরে মাশরাফির স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে টুনির নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। তারা এখন টুনিকে তাদেরই একজন মনে করেন।

স্থানীয়রা আরও জানান, মাশরাফির আগমনের বিষয়টি টুনির বাবা-মা  জানলেও তারা কাউকেই কিছু জানাননি। কিন্তু যোগানিয়া কাচারি মসজিদ সংলগ্ন টুনিদের বাড়িতে পৌঁছানোর পর মাশরাফি ঘুরে-ফিরে চারপাশ এক পলক দেখে কুশলাদি বিনিময়ের পর দুপুরের খাবার খান।

এ সময় এলাকায় বিষয়টি জানাজানি হয়। ফলে অল্প সময়ের মধ্যে ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ ওই বাড়িতে ভিড় করতে থাকে। তারা মাশরাফির সঙ্গে সেলফি তুলতে ও তার অটোগ্রাফ নিতে ব্যস্ত হয়ে পড়ে।

প্রায় আড়াই ঘণ্টা অবস্থানের পর বিদায় নেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা।