ফরিদপুরে সেতু থেকে বাস পড়ে নিহত ৮

ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে আটজন নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2019, 09:36 AM
Updated : 24 August 2019, 12:59 PM

কোতোয়ালি থানার ওসি এফএম নাছিম জানান, শনিবার বেলা আড়াইটার দিকে ধুলদি এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন হাবিবুর রহমান ও ফারুক হোসেন। তাদের বাড়ি গোপালগঞ্জ।

নিহত অন্য ছয়জনের মধ্যে তিনজন পুরুষ আর তিনজন নারী।

ওসি নাছিম বলেন, “ঢাকা থেকে গোপালগঞ্জগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে কুমার নদে পড়ে গেলে ঘটনাস্থলেই এর ছয় যাত্রী নিহত হন।”

এছাড়া হাসপাতালে নেওয়া হলে সেখান আরও দুইজন মারা যান বলে জানান ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শওকত আলী জোয়ার্দার।

তিনি বলেন, দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুঘটনার খরব পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, হাইওয়ে পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশসহ এলাকাবাসী গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

ফরিদপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, “কমফোর্ট পরিবহনের এই বাসটি দ্রুত গতিতে চলার সময় সেতুতে ওঠার পর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।”

বাসের ধাক্কায় অটোযাত্রীসহ নিহত ৩

ফরিদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

জেলার নগরকান্দা সর্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন জানান, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তালমায় বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেশমা বেগম (৩০), তার ছেলে রাজু (১০) ও আবুল সিকদার।

পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন বলেন, ফরিদপুর মিনি বাস মালিক সমিতির একটি লোকাল বাস পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর যাত্রী রেশমা ও তার ছেলে রাজু ঘটনা স্থলেই মারা যান। এছাড়া এ দুর্ঘটনায় আবুল সিকদার নামের এক পথচারী আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।