খুলনার সাংবাদিকের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার এক সাংবাদিক নেতার দায়ের করা মামলায় ঢাকা থেকে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 05:33 PM
Updated : 23 August 2019, 05:33 PM

খুলনা সিটি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম কামরুজ্জামান জানান, ঢাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার বিকালে তাকে খুলনায় আনা হয়।

গ্রেপ্তার শাহীন রহমান (৪২) খুলনা শহরের বাগমারা মেইন রোড এলাকার ২ নম্বর রোডের আব্দুর রহমান চৌধুরীর ছেলে। প্রথম সময় নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক তিনি।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ফেইসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহীনের  নামে মামলা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার খুলনা ব্যুরো প্রধান এস এম হাবিব।

“শাহীন দীর্ঘদিন ধরে বিশিষ্ট রাজনীতিক, সামাজিক মর্যদাসম্পন্ন ব্যক্তির বিরুদ্ধে ফেইসবুকে কুৎসা রটনা করছিলেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে আরও একটি মামলা রয়েছে।”

শুক্রবার সকাল ৯টার দিকে তাকে ঢাকার নাখালপাড়া এলাকা থেকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, শুক্রবার বিকেলে তাকে খুলনার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।