গাজীপুরে শ্রমিক হত্যার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

গাজীপুরে এক পোশাক শ্রমিককে হত্যার অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 02:11 PM
Updated : 23 August 2019, 02:11 PM

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে তারা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ সমিতি এলাকার ইয়াকুব শেখ (৬০), তার ছেলে কামরুজ্জামান ওরফে কামরুল (২৫) ও রাজশাহীর পুঠিয়া থানার কান্দা গ্রামের শামছুল মণ্ডলের ছেলে মো. শামীম (২২)

ওসি আলমগীর বলেন, পাবনার আটঘরিয়া উপজেলার ভরতপুর গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে অহিরুল ইসলাম (২২) পূর্বচন্দ্রা এলাকায় ময়েজ উদ্দিন নিটিং লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন।

“তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে দায় স্বীকার করেছেন গ্রেপ্তারকৃতরা।”

তাদের স্বীকারোক্তিমোতাবেক বৃহস্পতিবার রাতে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ডোবা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয় বলে তিনি জানান।