গোপালগঞ্জ পৌরসভায় ২ দিন পানি নেই, দুর্ভোগে বাসিন্দারা

গোপালগঞ্জ পৌরসভায় গত দুই দিন ধরে পানির জন্য হা হা কার চলছে; পানি শোধনাগারের ট্রান্সফরমার বিকল হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে পৌরসভার পানি সরবরাহ বিভাগ জানিয়েছে।

মনোজ সাহা গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 10:28 AM
Updated : 23 August 2019, 05:49 PM

বুধবার রাতে গোপালগঞ্জ পৌরপানি শোধনাগারের বৈদ্যুতিক ট্রান্সফরমার জ্বলে যায়। সেই সঙ্গে সঞ্চালন লাইনের তারও পুড়ে যায়।

এ পানি দিয়েই পৌরবাসী প্রয়োজনীয় সব কাজ করেন; ফলে দুই দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এ পৌরসভায় বসবাসকারী প্রায় দুই লাখ মানুষ।  

গোপালগঞ্জ শহরের নিচু পাড়ার গৃহবধূ শাহিনূর বেগমকে (২৮) আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটি বাড়ির ডিপ টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে।

শানিনূর বলেন, “পৌর কর্তৃপক্ষ মাঝে মাঝেই চাহিদার তুলনায় কম পানি সরবরাহ করে। গত ৫/৬ দিন ধরে পানি ঠিকমত পাচ্ছিলাম না। এখন দুইদিন ধরে পানি সরবরাহ একেবারে বন্ধ। পানি ছাড়া জীবন চলেনা, তাই দূর থেকে পানি আনছি।”

এতে খাবারের কাজ চললেও কিন্তু সংসারের অন্যান্য প্রয়োজনীয় কাজ এ পানি দিয়ে মেটানো সম্ভব নয় বলে জানালেন এ গৃহবধূ। 

শাহিনূরের মতো শহরের স্বর্ণকার পট্টির গৃহবধূ জবা ঘোষ (৩৫) বেদগ্রামের গৃহবধূ পঙ্খী বেগম (৫৫) গোহাটা এলাকার সমীর রায়সহ  (৪০) শহরের শত শত মানুষ এ টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করেছেন।

তারা জানালেন, খাবার পানি কোন রকমে সংগ্রহ করতে পারলেও গোসল, রান্না, কাপড়, থালাবাসন ধোয়া, গৃহস্থালীসহ অন্যান্য কাজের পানি যোগাড় করতে পারেননি। এ কারণে তাদের দুশ্চিন্তার শেষ নেই।

গাহাটা এলাকার সমীর রায় বলেন, “রান্নাঘর, রিজার্ভ ট্যাংঙ্ক, ওভারহেড ট্যাংঙ্ক ও বাথরুমে পানি নেই। রাথরুম করতে পারছিনা। এখন গোসল অন্যত্র গিয়ে সারতে হচ্ছে। পানি কিনে খাচ্ছি। “

পানি নিয়ে দুর্ভোগ বেড়েছে জানিয়ে শহরের নতুন বাজার রোডের বাসিন্দা এলাহি খান বলেন, পানি সংগ্রহ করতে তাকে শহরের মানুষ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে।

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নাজমুল হাসান নাজিম বলেন, পানি শোধনাগারের ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। তাই  শুক্রবার ও বৃহস্পতি বার  আমরা পৌরসভার মানুষকে পানি দিতে পারিনি।

ইতোমধ্যে ট্রান্সফরমার ঠিক করা হয়েছে। শনিবার সকাল থেকে পানি সরবরাহ করা হবে বলে জানান তিনি।