সাতক্ষীরায় সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু

সাতক্ষীরায় রাতে ঘুমিয়ে থাকার সময় সাপের কামড়ে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। একই সময় সাপের কামড়ে অসুস্থ হয়েছেন তার স্ত্রী।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2019, 08:18 AM
Updated : 23 August 2019, 08:49 AM

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে একলু মিয়া (৩৫) নামে এই ব্যক্তির মৃত্যু হয়।

একলু ও তার স্ত্রী আলিনা খাতুন সাতক্ষীরা শহরতলির আলিপুর নতুন বাজার এলাকায় তাঁবুতে বাস করতেন। তারা নিজেদের বেদে বলে পরিচয় দেন এবং সাপের খেলা দেখিয়ে জীবিকা চালান বলে জানিয়েছেন আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ।

চিকিৎসাধীন আলিনা সাংবাদিকদের বলেন, ঘুমিয়ে থাকার সময় গভীর রাতে তাদের দুইজনকে সাপ কামড়ায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে।

স্থানীয়রা জানান, প্রথমে তাদের ওঝা ডেকে ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু তারা জ্ঞান হারালে হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসক আসাদুজ্জামান বলেন, “হাসপাতালে আনার কিছুক্ষণ পর একলু মিয়া মারা যান। বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। তার স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তবে তাদের পোষা সাপ নাকি অন্য কোনো সাপ কামড়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।