বজ্রপাতে তিন জেলায় ৯ জনের মৃত্যু

ফরিদপুর, বগুড়া ও জামালপুরে বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 04:16 PM
Updated : 22 August 2019, 04:24 PM

বৃহস্পতিবার দুপুরে ও বিকালে নিহতদের মধ্যে রয়েছেন ফরিদপুরে চারজন, বগুড়ায় তিনজন এবং জামালপুরে দুইজন।

ফরিদপুর

জেলার সালথা ও নগরকান্দা উপজেলায় বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামে ঈদ্রিস আলীর স্ত্রী হাসি বেগম (৪৫), একই ইউপির বাতা গ্রামে সৌদিয়া আরব প্রবাসী বিল্লাল মাতুব্বর (৪৭), নগরকান্দা উপজেলায় তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের ইমরান ব্যাপারী এবং সালথার বাহিরদিয়া গ্রামের সিরাজ শরীফের ছেলে হাফিজুর শরীফ।

সালথা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, বাড়িতে রান্না করার সময় হাসি ও ছেলেকে নিয়ে ক্ষেতে কাজ করার সময় বিল্লালের বজ্রপাতে মৃত্যু হয়।

অন্যদিকে কুমার নদে পাট ধোয়ার সময় বজ্রপাতে ইমরানের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

অপর ঘটনাটি ঘটে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে।

এ ইউনিয়ন পরিষদ সদস্য বিল্লাল মোল্লা জানান, দুপুরে তিন ভাই হঠাৎপাড়া এলাকার একটি খালের পানিতে যখন পাট পরিষ্কার করছিলেন। ওই সময় বজ্রপাতে হাফিজুর শরিফ ঘটনাস্থলে নিহত হন।

তার বাড়ি জেলার সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে। সে ওই গ্রামের সিরাজ শরিফের ছেলে।

বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, বৃহস্পতিবার দুপুরে কর্ণিবাড়ী ইউনিয়নের ডাকাতমারা চরে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার নূরু প্রামানিকের ছেলে  আমিরুল ইসলাম (৪০), তার স্ত্রী ফাইমা বেগম বেলচা  (৩০) ও নিজবাটিয়া চরের তহসিনের ছেলে সুমন (৩২)।

এলাকাবাসী জানান, ডাকাতমারা চর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে আমিরুল ও তার স্ত্রী ফাইমা ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের পাঁচটি গরুর মৃত্যু হয়।

একই সময় নিজবাটিয়া চরে পাট ধোয়ার সময় আরেক বজ্রপাতে সুমন হত হন। তাকে সারিয়াকান্দি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আল আমিন বলেন, এছাড়া বজ্রপাতে তানিয়া খাতুন (১৫) ও সুমন (২১) নামে দুইজন আহত হয়েছেন।

নিজাম উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তানিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হয়। তানিয়া ওই উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামের মোমিন প্রামানিকের মেয়ে।

অন্যদিকে সারিয়াকান্দি পৌর এলাকার ধাপ গ্রামের তবিবর রহমান ফকিরের ছেলে সুমন কালিতলা গ্রোয়েন বাঁধে  চায়ের দোকানে বজ্রপাতে আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি আল আমিন।

জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের দুটি গ্রামে এ ঘটনা ঘটে।

জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার জানান, খিলকাঠি গ্রামের টিপু মিয়ার ছেলে সরোয়ার হোসেন (১৫) বৃষ্টির সময় বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সরোয়ার খিলকাঠি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এছাড়া, একই সময় চর গোলাবাড়ি নামাপাড়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) বাড়ির পাশের বিল থেকে পাট ধুয়ে ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরে নিহত সরোয়ার ও রাসেলের পরিবারের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।