নওগাঁয় শিয়ালের কামড়ে ২২ জন আহত

কয়েকটি পাগলা শিয়ালের কামড়ে নওগাঁয় নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 03:41 PM
Updated : 22 August 2019, 03:41 PM

বদলগাছী উপজেলার বসন্তপুর, ইদ্রশুকনা, পরমানন্দপুর, বেগুনজোয়ারসহ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের অনেকেরই অবস্থা গুরুতর হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলার বসন্তপুর গ্রামের আহত আমেনা খাতুন, আর্জিনা বেগম, শহীদুল ইসলাম ও অন্যান্যরা বলেন, বুধবার দিনের বেলায় তারা গ্রামের পাশের মাঠে ফসলের ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করে একটি শিয়াল পেছন থেকে এসে একে একে তাদের কামড়ে দেয়। কারও হাতে, পায়ে আবার কারও নাকে কামড়ে দেয় শিয়ালটি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে।

এরপর শিয়ালটি মাঠে ও রাস্তায় যাকে দেখছে তাকেই অতর্কিতভাবে কামড়ে দিচ্ছে।

পাগলা শিয়ালের সংখ্যা একাধিক বলে দাবি করছেন এলাকাবাসী।

আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, “আমি বিষয়টি জেনেছি। স্থানীয়দের সহযোগিতা নিয়ে শিয়ালের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নওগাঁর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম বলেন, শিয়াল যাদের কামড়ে দিয়েছে তাদেরকে অতিদ্রুত ভ্যাকসিন গ্রহণ করতে হবে। আমাদের কাছে ভ্যাকসিন এর কোনো সংকট নেই।

সাদেকুল ইসলাম