কিশোরগঞ্জে নতুন ২১ ডেঙ্গু রোগী

কিশোরগঞ্জে গত চব্বিশ ঘণ্টায় ২১ জন মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 12:19 PM
Updated : 22 August 2019, 01:14 PM

জেলার সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার হাবিবুর রহমান জানান, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট ৭৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সব মিলিয়ে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ৯৩৯ জন।

তাদের মধ্যে ১৫৪ জনকে গুরুতর অবস্থায় ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, তার হাসপাতালে গত চব্বিশ ঘণ্টায় ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন; তারাসহ মোট ৪৩ জন রোগী চিকিৎসাধীন আছেন।

বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. খালেকুল ইসলাম জানান, এখানে গত চব্বিশ ঘণ্টায় চারজন নতুন রোগী ভর্তিসহ ১৫ জন চিকিৎসাধীন আছেন।

গত চব্বিশ ঘণ্টায় ভর্তি ডেঙ্গু আক্রান্ত বাকি ছয়জন জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে সেভিল সার্জন জানান।