মুন্সীগঞ্জে ফেন্সিডিল-বিয়ারসহ ৩ ‘মাদক বিক্রেতা’ আটক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও বিদেশী বিয়ারসহ তিন মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

দোহার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 04:55 AM
Updated : 22 August 2019, 04:55 AM

উপজেলার দক্ষিণ হলদিয়া ও হাট নওপাড়া গ্রাম থেকে বুধবার সন্ধ্যায় তাদের আটক করা হয় বলে মুন্সীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

এরা হলেন দক্ষিণ হলদিয়া গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে মো. মিন্টু বেপারী (৪০), একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮) ও একই উপজেলার হাট নওপাড়া গ্রামের হাজী লালমদ্দিন মোল্লার ছেলে মো. শফিকুল ইসলাম (৩৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে পৃথক দুইটি অভিযান চালানো হয়। এ সময় মিন্টু ও তরিকুলের কাছ থেকে ৭৯ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

আর শফিকুলের কাছ থেকে উদ্ধার করা হয় ১০১ ক্যান বিদেশী বিয়ার, মাদক বিক্রির নগদ দুই হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন।

আটকরা মাদক ব্যবসায়ী।তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল।

আটকদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।