চুলের ‘বখাটে কাট’ বন্ধে প্রচারে পুলিশ
মাগুরা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2019 09:40 PM BdST Updated: 21 Aug 2019 10:59 PM BdST
-
-
-
-
রাজশাহীর বাঘা ইউএনও কার্যালয়ে সভা হয় সেলুন মালিক-কর্মচারীদের সঙ্গে
-
চুল ও দাড়ির ‘বখাটে কাট’ বন্ধ করতে সেলুন মালিক ও নরসুন্দরদের সচেতন করার প্রচারে নেমেছে মাগুরা পুলিশ।
বুধবার মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে সদর থানা পুলিশ এ বিষয়ে সেলুন মালিকদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে। একইসঙ্গে পুলিশ শহরে প্রচারপত্র বিলি ও মাইকিং করেছে।
পুলিশ সুপারের পক্ষ থেকে প্রচারপত্র ও মাইকে সেলুন মালিকদের আহ্বান জানানো হচ্ছে যাতে কোনো সেলুনকর্মী কারো চুল কিম্বা দাড়ি যেন বখাটে স্টাইলে না কাটেন।
ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের নির্দেশে এক সপ্তাহ আগে স্থানীয় সেলুন মালিক ও কর্মীদের নিয়ে তিনি থানা চত্বরে বৈঠক করেছেন।
“পাশাপাশি এ বিষয়ে গোটা শহরে মাইকিং করে সর্বসাধারণকে সচেতন করা হচ্ছে। বিলি করা হয়েছে প্রচারপত্র।”

এ কারণে এ শ্রেণির নতুন প্রজন্মকে সচেতন করতে এ প্রচারণা চালানো হচ্ছে, বলেন ওসি।
ওসি আরও বলেন, মানুষের লাইফ স্টাইলের সঙ্গে তার আচরণের নানা যোগসূত্র রয়েছে। কেউ যদি উদ্ভট পোশাক পরে, উদ্ভট স্টাইলে চুল কাটে, যা দৃষ্টিকটূ ও অস্বাভাবিক, সেটি তার জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব অবশ্যই ফেলে। এ কারণে এটি প্রতিরোধ করা প্রয়োজন। সেক্ষেত্রে সবার আগে দরকার সচেতনতা।
সে কাজটিই মাগুরা পুলিশের পক্ষ থেকে তারা করছেন বলে জানান।

ওসি আরও বলেন, শুধু হেয়ার স্টাইল নয়, সম্প্রতি এক শ্রেণির যুবক ও কিশোর শহরে বেপরোয়াভাবে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে আসছিল। বিশেষ করে স্কুল, কলেজগামী কিছু কিশোর ও যুবককে তিনজন করে এক মোটরসাইকেলে চেপে শহরে আঁকা-বাঁকা স্টাইলে চলাফেরা করতে দেখা গেছে। পুলিশ এ সকল অপ্রাপ্তবয়স্ক বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিয়েছে।
অনেককে আটক করে তাদের অভিভাবকদের থানায় ডেকে সর্তক করার পাশাপাশি মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে বলে ওসি জানান।
হেয়ার স্টাইলের ব্যাপারে মাগুরা শহরের এক সেলুন মালিক অসিত শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক শ্রেণীর যুবক আছে যারা তাদের নিজস্ব স্টাইলে চুল কাটাতে পছন্দ করে। এরা একেকজন একেক ধরনের স্টাইলে চুল কাটে। যেখানে আমাদের নিজস্ব কোনো মতামত থাকে না।”

দাড়ির ক্ষেত্রেও নানা ধরনের স্টাইল করে বলে অসিত জানান।
তিনি বলেন, বিভিন্ন সিনেমা, নাটক, মিউজিক ভিডিও কিম্বা বিভিন্ন নামি-দামি ফুটবলার কিংবা ক্রিকেটারের মতোও অনেকে হেয়ার স্টাইল করে চুল কাটতে বলে।
“শুধু চুলের স্টাইল বা দাড়ির ডিজাইন পরিবর্ত নয়, অনেকে আছে চুল দাড়িতে নানা রঙ করতেও পছন্দ করে।”
অসিত বলেন, যে যেমন বলে তারা তাদের সেভাবেই চুল দাড়ি কেটে দেন। কারণ এটা তাদের পেশা। রুটি, রুজির কারণেই তারা কাস্টমারকে খুশি রাখার চেষ্টা করেন। তবে চুল, দাড়ি কাটার বিষয়ে পুলিশী উদ্যোগের ফলে বর্তমানে এ ধরনের হেয়ার স্টাইলে চুলকাটার সংখ্যা অনেকটা কমে গেছে। পুলিশের গৃহীত এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মডেল অনুকরণে চুল-দাড়ি কাটা নিষেধ
রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন সেলুনে মডেলদের অনুকরণে চুল-দাড়ি কাটা নিষিদ্ধ করেছে।
একইসঙ্গে এ নির্দেশনা অমান্যকারী সেলুন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দিয়েছে।
সোমবার বিকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উপজেলার সেলুন ব্যবসায়ীদের মতবিনিময়ে এ নিষেধাজ্ঞার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিন রেজা।
ইউএনওর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন বাঘা পৌরসভর মেয়র আব্দুর রাজ্জাক, বাঘা থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ।
ইউএনও শাহিন রেজা বলেন, জনপ্রতিনিধি, পুলিশের কর্মকর্তা ও উপজেলা সেলুন সমিতির সভাপতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“যারা ‘বখাটে স্টাইলে’ চুল-দাড়ি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
চুল কাটার মডেলের পোস্টার সেলুন থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

রাজশাহীর বাঘা ইউএনও কার্যালয়ে সভা হয় সেলুন মালিক-কর্মচারীদের সঙ্গে
“ওইসব ছাত্র, যুবকরা ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। যে কারণে ছাত্র ও উঠতি বয়সের ছেলেরা যাতে স্টাইল চুল, দাড়ি বা গোঁফ করতে না পারে সে জন্য সেলুন মালিকের নিষেধ করা হয়েছে।”
এতে যৌন হয়রানি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপজেলা সেলুন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু বলেন, “প্রশাসনের নির্দেশনায় আমরা স্টাইল করে চুল, দাড়ি ও গোঁফ কাটা বন্ধ করে দিয়েছি। স্বাভাবিকভাবে চুল কাটাতে কেউ রাজি না হলে প্রশাসনকে জানাতে বলা হয়েছে।”
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ উপজেলায় সম্প্রতিকালে যাদের বখাটে হিসেবে চিহ্নত করা হয়েছে বা যাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে তারা চুল কাটা স্টাইল করে। বিভিন্ন মডেল বা খেলোয়াড়দের অনুকরণ করে তারা চুল, দাড়ি ও গোঁফ কাটে। এদের ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ রয়েছে।
এ কারণে মডেলদের অনুকরণে চুল কাটার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
-
সিরাজগঞ্জে ট্রাক ও লেগুনার সংঘর্ষে নিহত ৪
-
চাকরি দেওয়ার নামে প্রতারণা: চুয়াডাঙ্গায় গ্রেপ্তার ২
-
নওগাঁয় আমপাড়া শুরু
-
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একজনের মৃত্যু
-
সিরাজগঞ্জে ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির লাশ
-
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু
-
তাড়াশে চালকের হাত-পা বাধা লাশ, ইজিবাইক গায়েব
-
সিরাজগঞ্জে যমুনার দুই তীরই ভাঙছে
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার