কিশোরগঞ্জের পৃথক ঘটনায় ২ জন খুন

কিশোরগঞ্জে জমির বিরোধে একজন এবং রাস্তা নির্মাণ নিয়ে প্রতিপক্ষের হামলায় আরও একজন নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2019, 08:47 AM
Updated : 21 August 2019, 08:47 AM

বুধবার জেলার পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের হারুন অর রশিদের ছেলে আজগর মুকুল ও মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের কাছুম আলীর ছেলে শাহজাহান।

প্রতীকী ছবি

পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান বলেন, জমি নিয়ে মুকুলের সঙ্গে তার ছোট ভাই মতিউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকবার সালিশ বসানো হলেও কোনো সুরাহা মেলেনি।

“সকালে এর জেরে মতির ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মুকুলের মৃত্যু হয়।”

এ ঘটনায় মতিউরকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

মিঠামইন থানার ওসি জাকির রব্বানি বলেন, উপজেলার ঘাগড়া ইউনিয়নে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শাহজাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

“গ্রামের একটি কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় আইয়ুব আলী ও হাবিব সরকারের সমর্থকদের মধ্যে মঙ্গলবার বিকালে বাকবিতণ্ডা হয়। এর জেরে সকালে আইয়ুবের সমর্থকরা হামলা চালিয়ে প্রতিপক্ষ শাহজাহানকে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

এছাড়া এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন বলে জানান ওসি।