গাজীপুরে ‘ছাদ থেকে পড়ে’ প্রধান কারারক্ষীর স্ত্রীর মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর প্রধান কারারক্ষীর স্ত্রী ‘ছাদ থেকে পড়ে’ মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2019, 08:28 AM
Updated : 21 August 2019, 08:28 AM

নিহত ফাতেমা বেগম (৪০) মানসিক রোগী ছিলেন বলে প্রধান কারারক্ষী মো. মিজানুর রহমানের ভাষ্য।

কারাগার ১-এর জ্যেষ্ঠ সুপার সুব্রত কুমার বালা জানান, কারাগারে স্টাফ কোয়ার্টার ‘ছন্দার’ পাঁচতলায় সপরিবার থাকেন মিজানুর রহমান।

ওই কারাগারের দর্জি আনিসুর রহমান বলেন, “বুধবার সকাল সোয়া ৭টার দিকে আমি কাজ করার সময় কিছু একটা ওপর থেকে নিচে পড়তে দেখি। পরে ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে তাকে হাসপাতালে পাঠায়।”

প্রধান কারারক্ষী মিজানুর রহমান এ সময় ঘুমিয়ে ছিলেন জানিয়ে বলেন, “সকালে সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে লোকজনের ডাক-চিৎকার শুনে ঘুম থেকে জেগে উঠি। ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

“ফাতেমা দীর্ঘদিন ধরে একজন মানসিক রোগী ছিলেন।”

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, “ফাতেমাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”