জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যুর পর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে তার সহপাঠীরা।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2019, 07:46 AM
Updated : 21 August 2019, 09:47 AM

জয়পুরহাট সদর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, পৌর শহরের খঞ্জনপুরে জয়পুরহাট-ধামইরহাট সড়কে বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনার পর এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।  

নিহত তাসনিমুল ইসলাম (১২) সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে এবং খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ওসি বলেন, “তাসনিমুল বাসা থেকে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল।পথে ধামইরহাটগামী একটি সার বোঝাই ট্রাক তাসনিমুলকে  ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ খবর ছড়িয়ে পড়লে তাসনিমুলের সহপাঠী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।পরে পুলিশ গিয়ে ট্রাক চালককে গ্রেপ্তারের আশাস দিলে ১১টার দিকে তারা অবরোধ তুলে নেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।