পাওনা আনতে গিয়ে নিখোঁজ, ব্যবসায়ীর লাশ মিললো পুকুরে

লক্ষ্মীপুর সদর উপজেলায় পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ এক কম্পিউটার ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2019, 05:54 AM
Updated : 21 August 2019, 10:28 AM

বুধবার সকালে উপজেলার কাজির দিঘীর পাড় এলাকায় বাজারের পাশে একটি পুকুর থেকে আলমগীর হোসেনের (৪৫) লাশ তারা উদ্ধার করেন বলে লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আজিজুর রহমান মিয়া জানান।

নিহত আলমগীর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইছা গ্রামের বশির উল্যাহর ছেলে।

তিনি রায়পুর পৌর শহরের শাহী হোটেল সংলগ্ন ‘তানহা কম্পিউটার’ দোকানের মালিক। এছাড়া আলমগীর নারিকেল, সুপারি, ইট-বালুর ব্যবসা করতেন।

নিহতের স্বজনদের বরাতে ওসি বলেন, সদর উপজেলার মান্দারী বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে মঙ্গলবার বিকালে পাওনা ছয় লাখ টাকা আনতে যান আলমগীর। সন্ধ্যার পর পাওনা টাকা নিয়ে বাড়ির পথে রওনা দিলেও রাতে তিনি আর ফেরেননি।

পরে বাড়ির লোকজন তাকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। পরে রাতে আত্মীয় ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও আলমগীরের কোনো হদিস মেলেনি।

সকালে স্থানীয়রা পুকুরে আলমগীরের লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান ওসি। 

তিনি বলেন, আলমগীরের স্বজনরা মান্দারী বাজারের ওই ব্যবসায়ীর নাম বলতে পারেননি। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।