ফেনীতে নিখোঁজ স্কুলছাত্রের গলিত লাশ, গ্রেপ্তার ১

ফেনী সদরে নিখোঁজের আট দিন পর এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের সদস্যরা।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2019, 04:59 PM
Updated : 20 August 2019, 04:59 PM

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ঘাঘরা গ্রামে একটি মুরগির খামারে মাটির নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়।

নিহত সজীব মির্জা (১৫) শর্শদি ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের কাতার প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

ফেনী পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জমান বলেন, গত ১২ অগাস্ট ঈদ-উল-আজহার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি সজীব। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন তার মা ফারজানা আক্তার ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিষয়টি পিবিআইকেও জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় তারা গোপন সংবাদ পেয়ে ঘাঘরা গ্রামের একটি মুরগির খামারে হানা দেন বলে জানান।

এ ঘটনায় খামার মালিক মানিক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পিবিআই। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে হত্যাকাণ্ডের মূল রহস্য অবশ্যই উদঘাটিত হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।