বরগুনায় দুর্নীতির মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

সরকারি জমি দখলের মামলায় বরগুনার এক সাবেক উপজেলা চেয়ারম্যান যুবলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2019, 12:30 PM
Updated : 20 August 2019, 12:30 PM

বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন।

এই মামলার আসামি মো. মনিরুজ্জামান মিন্টু বরগুনার তালতলী উপজেলা যুবলীগের সভাপতি ও তালতলী উপজেলার সাবেক চেয়ারম্যান।

জেলা ও দায়রা জজ আদালতে পেশকার সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আইনজীবী পিপি কামরুল আহসান মহারাজ জানিয়েছেন, অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগে তালতলীর তৎকালীন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর বিরুদ্ধে ২০১৮ সালে মামলা দায়ের করে দুদক। মামলা দায়েরের পর থেকেই মিন্টু উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

“সোমবার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ মঙ্গলবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মনিরুজ্জামান মিন্টু। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।”