ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2019, 09:57 AM
Updated : 20 August 2019, 10:47 AM

হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান বুলু জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাহেব আলী (৩৫) নামে এই ব্যক্তি মারা যান।

সাহেব আলী রাজবাড়ী সদর উপজেলার মাটিকান্দা এলাকার মনসের আলীর ছেলে। তিনি ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা চালাতেন বলে পরিবার জানিয়েছে।

চিকিৎসক মাহফুজুর বলেন বলেন, “সাহেব আলী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।”

সাহেব আলীসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু তথ্য থাকলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০ অগাস্ট পর্যন্ত ১৭৩ জনের মৃত্যুর তথ্য পেয়েছে।

এর আগে ২০০০ সালে সারাদেশে সবচেয়ে বেশি ৯৩ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল।