পটুয়াখালীতে নির্মাণাধীন সেতুতে লরিচাপায় শ্রমিক নিহত

পটুয়াখালীতে পায়রা নদীতে নির্মাণাধীন লেবুখালী সেতুতে কাজের সময় লরিচাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2019, 07:27 AM
Updated : 20 August 2019, 07:27 AM

জেলার দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সেতুর দক্ষিণপাড়ে লেবুখালী প্রান্তে শহীদ হাওলাদার (৪০) নামে এই শ্রমিকের মৃত্যু হয়।

শহীদ সদর উপজেলার বদরপুর গ্রামের মো. রহমান হাওলাদারের ছেলে।

ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটুয়াখালী-বরিশাল মহাসড়কে নির্মাণাধীন এই সেতুতে শহীদ একটি মেশিনে কাজ করছিলেন। এ সময় সেতুর কাজে নিয়োজিত একটি লরি এসে তাকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।