টাঙ্গাইলে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরের স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে ভূমিদস্যুগিরি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 04:53 PM
Updated : 19 August 2019, 04:53 PM

এই অভিযোগে সোমবার টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেরছন স্থানীয় একটি ফিলিং স্টেশনের মালিক।

জাহাঙ্গীর হোসেন নামের ওই ব্যক্তি দৈনিক ইনকিলাব ও একটি অনলাইন পোর্টালের মির্জাপুর প্রতিনিধি।

সংবাদ সম্মেলনে স্থানীয় ‘মা ফিলিং স্টেশন’-এর মালিক ইব্রাহিম মিয়া বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে আমার জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং আমার ফিলিং স্টেশন নিয়ে নিউজ করার ভয় দেখিয়ে আমার কাছ থেকে ২ কোটি ৭ লাখ টাকা নগদ ও চেকের মাধ্যমে হাতিয়ে নেন জাহাঙ্গীর।

এছাড়া আরও টাকা হাতিয়ে নিতে নানা ভয়ভীতি দেখায় বলে ইব্রাহিম ।ভিযোগ করেন।

এ ব্যাপারে সাংবাদিক জাহাঙ্গীর বলেন, “সংবাদ সম্মেলনে করা অভিযোগ মিথ্যে। ইব্রাহিম মিয়া আমার প্রতিবেশী। তার সিএনজি পাম্পের সাথে আমার জমি আছে। সেটা নেওয়ার জন্য আমার বিরুদ্ধে একাধিক মামলাসহ নানা পাঁয়তারা করছেন।”

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সভাপতিসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।