বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

বাবাকে পিটিয়ে হত্যার মামলায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 11:57 AM
Updated : 19 August 2019, 12:26 PM

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ মো. তোফায়েল হাসান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত আলতাফ হোসেন খন্দকার জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকারের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকেমকে বলেন, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে বাড়ির উঠান থেকে জ্বালানি কাঠ ঘরে তোলাকে কেন্দ্র করে বাবা-ছেলে মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ছেলে আলতাফ বাবা আব্দুল বারেক খন্দকারকে পিটিয়ে জখম করেন।

ঘটনার তিনদিন পর বারেক খন্দকার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী ভাইয়ের বিরুদ্ধে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলার বিচারে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।