কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

হেরোইন রাখার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত। একই মামলায় আরও দুইজনকে দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 09:23 AM
Updated : 19 August 2019, 09:23 AM

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী সোমবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনে দণ্ডিত জিয়ারুল ইসলাম ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের ইয়াকুল মণ্ডলের ছেলে।

দেড় বছরের সাজাপ্রাপ্তরা হলেন হঠাৎপাড়া (ফারাকপুর) গ্রামের মজিবর সেখের ছেলে বাবুল সেখ ও বারোমাইল গ্রামের আকবর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, যাবজ্জীবনের পাশাপাশি জিয়ারুলকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

আর আসামি বাবুল ও জাহিদুলকে দেড় বছরের সাজার সঙ্গে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর রাতে ভেড়ামারা উপজেলার বারোমাইল বাজারে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও ৬০০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করে র‌্যাব।এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু করে আদালত।