ফেনীতে প্রতিবেশীর ‘লাথিতে’ নারী নিহত, আটক ৪

ফেনীতে প্রতিবেশীর লাথিতে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 09:17 AM
Updated : 19 August 2019, 09:17 AM

নিহত খোদেজা বেগম (৩৫) জেলার ছাগলনাই উপজেলার উত্তর যশপুর গ্রামের আবুল কালামের স্ত্রী।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, খোদেজার ছেলে আনোয়ারকে অটোরিকশা কেনার জন্য ঋণ দিয়েছিলেন প্রতিবেশেী শামসুন্নাহার। ঋণের টাকা কয়েক কিস্তি দেওয়ার পর আনোয়ার গা ঢাকা দেন।

“এ নিয়ে রোববার রাতে খোদেজার সঙ্গে শামসুন্নাহারের ঝগড়া হয়। একপর্যায়ে শামসুন্নাহার খোদেজার তলপেটে লাথি মারেন। এতে খোদেজা জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।”

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন ছাগলনাইয়া থানার এসআই মনিরুল ইসলাম।

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে লাশের গায়ে দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। পুলিশ ধারণা করছে তলপেটে লাথির কারণে খোদেজা বেগমের মৃত্য হতে পারে।”

এ ঘটনায় নিহত খোদেজার স্বামী আবুল কালাম থানায় অভিযোগ করলে পুলিশ হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত থাকার অভিযোগে শামসুন্নাহার ও তার তিন স্বজনকে আটক করে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।