জামালপুরের যুবকের মৃত্যু, স্বজনের দাবি ডেঙ্গু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জ্বরে জামালপুরের এক যুবকের মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 05:51 PM
Updated : 18 August 2019, 05:56 PM

রোববার দুপুরে হামিদুল ইসলাম রাজুর (৩৫) মৃত্যু হয় বলে তার খালাত ভাই সাইফুল ইসলাম জানান।

হামিদুল জামালপুর শহরের চন্দ্রা উত্তরপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হামিদুল ইসলাম রাজুর মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা বললেও কোনো চিকিৎসক তা নিশ্চিত করেননি।

হামিদুলের লাশের সঙ্গে থাকা তার খালাত ভাই সাইফুল ইসলাম বলেন, শনিবার জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় নকিব উদ্দিন হাসপাতার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয়।

“পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে তাকে শনিবার রাতে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং ওই রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে সেখানে তার মৃত্যু হয়।”

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. প্রফুল্ল কুমার সাহা এ ব্যাপারে বলেন, “শহরের চন্দ্রার হামিদুল শনিবার রাতে হাসপাতালে গিয়েছিলেন কিনা তা জানা নেই। রোগীর অবস্থা খারাপ হলে অনেক সময় জরুরি বিভাগ থেকেই রোগীর স্বজনরা ময়মনসিংহে নেন।”

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম শফিকুজ্জামান জানান, এই হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। গত ২২ জুলাই থেকে এ পর্যন্ত জেনারেল হাসপাতালে মোট ২০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে ১৭০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।