কলকাতায় নিহত তানিয়ার দাফন সম্পন্ন

কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত কুষ্টিয়ার মেয়ে ফারহানা ইসলাম তানিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 04:24 PM
Updated : 18 August 2019, 04:42 PM

রোববার বিকাল সাড়ে ৫টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার চান্দুর গ্রামে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত শুক্রবার কলকাতায় শেক্সপিয়র সরণিতে এক দুর্ঘটনায় ফারহানা ইসলাম তানিয়া (২৮) এবং ঝিনাইদহের ভুটিয়ারগাতি গ্রামের কাজী খলিলুর রহমানের ছেলে মঈনুল আলম নিহত হন।

ফারহানা চান্দুর গ্রামের মুন্সি আমিনুল ইসলামের মেয়ে। তিনি সিটি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে রাজধানীর ধানমণ্ডি শাখায় কর্মরত ছিলেন।

রোববার সকাল সাড়ে ১০টায় ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফারজানার মরদেহ গ্রহণ করেন তার চাচাত ভাই আবু ওবায়দা শাফিন।

দুপুরের পর তার মরদেটি গ্রামের বাড়ি চান্দুর গ্রামে এসে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার ভারী হয়ে ওঠে।

চাচাত ভাই আবু ওবায়দা শাফিন বলেন, গত ১৪ অগাস্ট চিকিৎসার জন্য কলকাতা যান তানিয়া। ১৬ অগাস্ট তিনি কলকাতার শেক্সপিয়র সরণিতে রাস্তার পাশে দাঁড়িয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুই দিক থেকে আসা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের পর একটি গাড়ি তাদের ওপর এসে পড়লে ঘটনাস্থলেই তানিয়া ও মঈনুল নিহত হন।