কোটচাঁদপুরে বগি লাইনচ্যুত, খুলনার পথে ট্রেন বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তনগর কপোতাক্ষ ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 03:52 PM
Updated : 18 August 2019, 04:04 PM

রোববার সন্ধ্যায় কোটচাঁদপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে বলে রেলের পশ্চিম জোনের ডিপিও আব্দুল্লাহ আল মামুন জানান।  

তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে থামে কিছুক্ষণ।

“সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ট্রেনটি স্টেশন ছাড়ার সময় পিছনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে খুলনা পোড়াদহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।”

পাকশী ও খুলনা খেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা ট্রেন চালু হতে ১০ ঘণ্টা সময় লাগবে বলে তিনি জানান।